দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সদরের শতবছরের বেশী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারী বিবিএমপি হাইস্কুলের পুরাতন ভবনটি পরিত্যক্ত ঘোষনা করা হয়েছে। অতি দ্রুত ভেঙ্গে ফেলার দাবী জানিয়েছেন স্থানীয়রাসহ স্কুলটির ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীবৃন্দরা। কারন দ্রæত ঐ পরিত্যক্ত ভবনটি না ভেঙ্গে ফেললে দূর্ঘটনা ঘটনার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে বর্তমানে স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুরাতন ভবন অপসারনে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা গেছে, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০১৯, ২০২০ ও ২০২১ ইং সালে ঐ ভবনটিকে পরিত্যক্ত দেখানো হয়েছে। এছাড়া সর্বশেষ আম্ফান ঝড়ে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে আরো ঝুকিতে রয়েছে। যার কারনে গত ২৫/০৯/২০২১ ইং তারিখে স্কুলটির একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে প্রধান শিক্ষককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানানো হয়।
স্কুলটির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, বিদ্যালয়টির উত্তর পাশে পূর্ব- পশ্চিম বিস্তৃত বিদ্যালয়ের নিজস্ব অর্থে ৪০-৫০ বছর আগে ভবনটি নির্মিত হয়। উক্ত ভবনের তৃতীয় তলাটি গত আনুমানিক ১০ বছর আগে থেকেই ক্ষতিগ্রস্থ ও ছাদের নীচে রড বেরিয়ে গিয়েছিল। সর্বশেষ প্রলংয়ঙ্করী আম্ফান ঝড়ে ভবনটির তৃতীয় তলার দেওয়াল, ছাদ, সিড়ির ঘর মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুকিপূর্ণ অবস্থায় আছে
যেকোন মুহুর্তে তৃতীয় তলাটি ধ্বসে পড়ে শিক্ষক-শিক্ষার্থীর জীবননাশ ঘটতে পারে। দৈনন্দিন সমাবেশকালে ঐ ভবনের নীচে দাড়াতে হয়। পরিত্যক্ত ঝুকিপূর্ণ ভবনের তৃতীয়তলা/ভবনটি দ্রæত যাতে অপসারিত হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও দ্রæত ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান,
বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।