সাতক্ষীরা

সাতক্ষীরায় আমাদের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক পালিত

By daily satkhira

March 28, 2022

প্রেস বিজ্ঞপ্তি : আমাদের সময় সরকারের পক্ষে বিপক্ষে নয়, রাষ্ট্র তথা জনগনের পক্ষে কথা বলে যাচ্ছে। সব পরিস্থিতিতে আমাদের সময় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখেছেন। প্রতিষ্ঠার পর থেকে আমাদের সময় মুক্তিযুদ্ধের চেতনা থেকে একবিন্দুও বিচ্যুত হয়নি। সাততলা থেকে বটতলা’র প্রতিটি পাঠকের হৃদয়ে আজ আমাদের সময় দেশসেরা দৈনিকে পরিণত হয়েছে। আমাদের সময় পত্রিকা প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বল্পমুল্যে সব পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিয়ে নজির স্থাপন করেছিলেন।

তার সুফল আজ দেশের কোটি কোটি পাঠক ভোগ করে যাচ্ছে। নতুন ধারার দৈনিক আমাদের সময় এর ১৮তম বর্ষে পদার্পন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। আমাদের সময় এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সকল বক্তারা বলেন রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বানিজ্য, বিশ্ব পরিস্থিতি, বিনোদন, খেলাধুলা, সাহিত্যসহ সকল ক্ষেত্রে সব খবর সবার সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত রাখবে বলে সকলে প্রত্যাশা ব্যক্ত করেন। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত  প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্বে করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন, উদীচী জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন, কবিতা পরিষদ সাতক্ষীরা’র সভাপতি মন্ময় মনির, ঐতিহ্য লোক সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক আমিনুর রশীদ, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল, ফরিদ আহমেদ ময়না প্রমূখ।  আলোচনা সভা শেষে আমাদের সময় এর ১৮ বর্ষে পদার্পন উপলক্ষে ১৮ পাউন্ডের একটি কেক কাটা হয়।  অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।