সাতক্ষীরা

দ্রব্য মূল্যের দাম কমানোর দাবিতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মিছিল

By daily satkhira

March 29, 2022

অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে, টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি, সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের দাবিতে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিনি মার্কেটে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন,

জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অজিত কুমার রাজ বংশী। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য উপাধ্যক্ষ ময়নুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মাস্টার,

জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, নির্মল সরকার, অধ্যক্ষ শিব পদ গাইন, হিরন্ময় মন্ডলসহ জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অথচ এবিষয় নিয়ে কারো মাথা ব্যথা নেই। নি¤œ বিত্ত ও মধ্য বিত্তদের নিয়ে কেউ ভাবে না। অথচ মুনাফাখোররা দেশের টাকা বিদেশে পাচার করছে। কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। কেউ প্রচুর টাকার মালিক হচ্ছে।

কারো ঘরে খাবার নেই। দেশে ধনি গরিবের বৈষম্য বাড়ছে। বক্তারা অবিলম্বে চাল,ডাল তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে।

টিসিবির কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সারা দেশে সবার জন্য পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। অবৈধ মুনাফাখোর মজুতদার কালো বাজারী ব্যবসায়ীদের বিচারের কাঠ গড়ায় এনে বিচার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি