নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে স্বাধীনতার মাসে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে চলছে লোক সাংস্কৃতিক উৎসব ২০২১-২০২২। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমিতে লোক সাংস্কৃতিক উৎসবে সংস্কৃতিপ্রেমী দর্শকের পদচারণায় মুখরিত শিল্পকলা একাডেমি।
উৎসব প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষ দলবেঁধে আসছে, আড্ডা-গল্প হচ্ছে, চলছে হৈ-হু
ল্লোড়। এক কথায় শিল্পকলায় জমে উঠেছে লোক সাংস্কৃতিক উৎসব। মঙ্গলবার (২৯ মার্চ) জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইমাম বারী, সব্যসাচী আবৃত্তি সংসদের সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফ্ফার রহমান, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি, খ্রিস্টান কালচার একাডেমি, উদীচী শিল্পগোষ্টী, বর্ণমালা একাডেমি, সাতসুরে আমরা ও সবুজ সংঘ।
৩০ মার্চ সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্ববান্ধবে উপস্থিত থাকার জন্য জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।