খেলা

ভারতের রানের পাহাড় পেরিয়ে শ্রীলঙ্কার যুদ্ধ জয়

By Daily Satkhira

June 08, 2017

হারলেই বিদায় নিশ্চিত আর জিতলে টিকে থাকবে শেষ চারের সম্ভাবনা এমন সমীকরণকে সামনে রেখে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। বাঁচা-মরার এ লড়াইয়ে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় লঙ্কানরা।

ইন্ডিয়ার দেওয়ার ৩২২ রান তাড়া করে ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পোঁছে যায় শ্রীলঙ্কা। ৭ উইকেটে এক দারুণ জয় পেলো শ্রীলঙ্কা।

বড় লক্ষ্য তাড়া করতে তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। কেনিংটন ওভালে এরপর দানুস্কা গুনাথিলাকা ও কুশল মেন্ডিসের ১৫৯ রানের জুটি। দারুণ গতিতে রান তুলেছেন দুজনে। পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। তাতে উল্টো চাপে পড়ে যায় প্রতিপক্ষ ভারত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার গুনাথিলাকা ও মেন্ডিস দুজনেই সাজঘরে ফিরেছেন। গুনাথিলাকার ব্যাট থেকে এসেছে ৭৬ রান। মেন্ডিস খেলেছেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস। তাতে ভারত বধের স্বপ্ন দেখছে লঙ্কানরা। সেটাই হলো রান পাহাড় পেরিয়ে শ্রীলঙ্কা যুদ্ধ জয় করেই ফেলল।

ভারতের দেওয়া ৩২২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরু থেকেই সাবধানী ব্যাটিং করতে থাকে শ্রীলঙ্কা। ঠান্ডা মাথায় ব্যাটয়ে ভারতকে হারাতে পারল শ্রীলঙ্কা।