সাতক্ষীরা

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সাতক্ষীরায় র‌্যালি

By daily satkhira

April 01, 2022

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সাতক্ষীরায় শান্তিপূর্ণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা সাংগঠনিক জেলার সহ-সভাপতি মাও: ফজলুর রহমান। বক্তব্য রাখেন, আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাও: আলতাফ হোসেন, সাতক্ষীরা সাংগঠনিক জেলার উপদেষ্টা অধ্যক্ষ আজিজুর রহমান। সমগ্র কর্মসূচিতে বাংলাদেশ আহলে হাদীস যুব সংঘ ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশে সাতক্ষীরা সাংগঠনিক জেলার সর্বস্তরের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আহলান সাহলান মাহে রমাদান, মাহে রমাদানের পবিত্রতা রক্ষা কর, করতে হবে, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ কর, করতে হবে, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ কর করতে হবে।

এছাড়া সোস্যাল মিডিয়া, ইলেকট্টিক প্রিন্ট মিডিয়ার যাবতীয় অশ্লীলতা বন্ধের দাবি জানানো হয়।

এছাড়া মোড়ে মোড়ে ছবি, মূর্তি ও ভাস্কর্য এবং বস্ত্র বিপননীতে ভাস্কর্যের প্লাকার্ডের পরিবর্তে আল্লাহ’র নামে তাসবিহ তাহলীল, তাহমিদ সম্বলিত প্লাকার্ড প্রতিস্থাপনের দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি