সাতক্ষীরা

সাতক্ষীরায় দৃষ্টিনন্দ মাসজিদে কুবা শুভ উদ্বোধন

By daily satkhira

April 01, 2022

একরামুজামান জনিঃ সাতক্ষীরায় শৈল্পিক সৌন্দর্য দৃষ্টিনন্দ মাসজিদে কুবা শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের মাধ্যমে নবনির্মিত মসজিদে কমপ্লেক্স, মসজিদে ফ্লোর উদ্বোধন করা হয়েছে।

মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদের সঞ্চালনায় উদ্বোধনীতে জুম্মার নামাজ,বয়ান,ও দোয়া পরিচালনা করেন ঢাকা গুলশান সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা আহছানউল্লাহ।মসজিদের সভাপতি জি,এম নুরুল ইসলামের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক ফিফা রেফারি ও মাসজিদে কুবার আজীবন উপদেষ্টা তৈয়ব হাসান বাবু এবং প্রধান পৃষ্ঠপোষক শেখ বশির আহমেদ মামুন, উক্ত উদ্বোধনীতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি,উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান,

জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, সিভিল সার্জন ডা.হুসাইন সাফাত, পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম বার, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক কাজী আরিফুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি,

মশিউর রহমান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমেন খান সান্টু,এবং প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় মুসল্লীরা উপস্থিত ছিলেন। এ সময় মাসজিদে কুবা অনুভূতি প্রকাশ করেন হাফেজ রজব আলী। এসময় বক্তরা বলেন মাসজিদে কুবা কমপ্লেক্সে ইসলামী সংস্কৃতি ও সেবা কেন্দ্র, মুসলিম ও অমুসলিম সকলের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প,

সমাজ ও সচেতনমূলক কর্মসূচি বিভিন্ন সেবামূলক কর্মসূচি পরিকল্পনা সমূহ। বক্তব্যে আরও বলেন শিশু- কিশোর ও বয়স্কদের কুরআন শিক্ষা, ইসলামি সেমিনার, মহিলা-পুরুষ মুর্দার সংরক্ষণের ব্যবস্থা পরিকল্পনা সমূহ।