আসাদুজ্জামান : সাতক্ষীরায় খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের অদূরে মোজাফফর গার্ডেনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন। কৃষি ব্যাংক সাতক্ষীরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক উপ-ব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, ব্যাংকটির খুলনা বিভাগীয় মহা ব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, বাংলাদেশ কৃষি ব্যাংকের ক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক মইনুল ইসলাম,
কৃষি ব্যাংক খুলনার উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোঃ মোস্তফা ফয়সাল প্রমুখ। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকটির আইন নীরীক্ষা কর্মকর্তা সমির কুমার বিশ^াস, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক আজিজুর রহমান, সখিপুর শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা, শ্যামনগর শাখার ব্যবস্থাপক রুহুল কুদ্দুস, ভোমরা শাখার ব্যবস্থাপক অরুন কুমার মন্ডল, আশাশুনি শাখার ব্যবস্থাপক আসাদুজ্জামান, কলারোয়া শাখার ব্যবস্থাপক আলমগীর হোসেন, তালা শাখার ব্যবস্থাপক আব্দুস সেলিম ও কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষসহ ৪৫ জন খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তসহ ব্যাংকটির শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকটির সাতক্ষীরা শাখার কর্মকর্তা কাজী মাসুদুল হক। অনুষ্ঠানে খেলাপী ঋণ গ্রহিতা ও সম্ভাব্য উদ্যোক্তদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।