সাতক্ষীরা

আমাদের সম্পর্কের সেতু গড়তে হবে, সম্পর্কের দেয়াল নয় … সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর

By daily satkhira

April 03, 2022

ডেস্ক রিপোর্ট: ৩ এপ্রিল সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এর বিচার বিভাগ, সাতক্ষীরাতে যোগদানের ৩ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলনে তিনি। তিনি আরো বলেন, উপস্থিত সকলে বলেছেন, আমি ৩ বছরে অনেক কিছু করেছি। কিন্তু আমি মনে করি আমার অনেক কিছু করার ছিলো এবং আছে যা আমি করতে পারি নি। আমি মনে করি ভালো কাজে যদি কেউ নাও থাকে তবুও রবীন্দ্রনাথের ভাষায় – যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিচার বিভাগ হলো অন্ধকারে ভোরের সূর্যোদয়, সেই সূর্যের আলোকে আমাদেরই ধরে রাখতে হবে।”

এর আগে বিচার বিভাগ, সাতক্ষীরার সকল বিচারক, কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সিনিয়র জেলা ও দায়রা জজ। বিচার বিভাগ, সাতক্ষীরার পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) এম জি আজম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিশ্বনাথ মন্ডল, যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল, সিনিয়র সহকারী জজ নাসির উদ্দিন ফরাজী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, জেলা জজ আদালতের স্টেনোগ্রাফার হারাধন কুমার রায়চৌধুরী, জুডিসিয়াল পেশকার মোঃ ইদ্রিস আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মোঃ কামরুজ্জামান প্রমুখ।