সাতক্ষীরা

পুরাতন সাতক্ষীরায় মসজিদে অযুখানা ভাংচুরের অভিযোগ

By daily satkhira

April 05, 2022

নিজস্ব প্রতিনিধি : শহরের পুরাতন সাতক্ষীরা পূর্বপাড়া জামে মসজিদে অযুখানা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৯টায় সাতক্ষীরা পূর্বপাড়া জামে মসজিদে এঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মসজিদের অযুখানা না থাকায় মুসুল্লীদের ভোগান্তিতে পড়তে হচ্ছিল। সম্প্রতি কমিটির সিদ্ধান্ত মোতাবেক অযুখানা নির্মানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মসজিদের পিছনে জনৈক আব্দুস সাত্তারের বাড়ি। তার বাড়িতে প্রবেশের জন্য উত্তর পাশদিয়ে রাস্তা থাকার পরও অযুখানার মাঝ বরাবর রাস্তা দাবি করতে থাকে। একপর্যায়ে মসজিদের সভাপতি আ: রাজ্জাক কমিটির অন্য সদস্য এবং মুসুল্লীদের মতামতের তোয়াক্কা না করে সোমবার সকালে সদ্য নির্মিত অযুখানা ভাংচুর করে গুড়িয়ে দেন। মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অযুখানা ভাংচুরের প্রধান ভূমিকায় ছিলেন জামায়াতের অর্থদাতা আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ আবুল হাসান, আব্দুল গফুর, কামরুল ইসলাম, আলাউদ্দীন। ভাংচুরে বাধা দেওয়ায় মসজিদের সদস্য আবু মুছা এবং আব্দুল হাকিমকেও বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে উল্লেখিত জামায়াতের অর্থদাতা আবু বক্কার। এবিষয়ে মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং মুসুল্লীরা অযুখানা ভাংচুরকারী আব্দুর রাজ্জাসহ তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।