শ্যামনগর

সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া পরীক্ষার্থী আটক

By daily satkhira

April 07, 2022

আসাদুজ্জামান ঃ সাতক্ষীরার শ্যামনগর বদলী পরীক্ষা দিতে গিয়ে ফরহাদ হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হল রুম থেকে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।

সে কালিগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকবর হোসেনের পুত্র।

কলেজ সূত্র জানা যায়, শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের ছাত্র শেখ জালাল ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়। নিয়ম অনুযায়ী ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে জালাল তার এক বন্ধু ফরহাদকে ভাড়া করে।

পরীক্ষা দেওয়ার সময় কলেজ কর্তপক্ষ বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেনকে অবহিত করেন।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আক্তার হোসেন ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড দেন। শেখ জালাল হায়বাতপুর গ্রামের শেখ জামালের ছেলে। শেখ জালালের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কলেজ কর্তৃপক্ষ জানান।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##