আন্তর্জাতিক

ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে ফের টিউলিপ-রূপার নিরঙ্কুশ জয়, এগিয়ে রূশনারাও

By Daily Satkhira

June 09, 2017

ডেস্ক রিপোর্ট : মাত্র ২ বছরের ব্যবধানে দ্বিতীয়বার ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টিউলিপ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট। যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে টিউলিপ লেবার পার্টির হয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে নির্বাচিত হয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জয় পেয়েছেন তিনি। লেবার প্রার্থী রূপা হক পেয়েছেন ৩৩ হাজার ৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসির প্রাপ্ত ভোট ১৯ হাজার ২৩০। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হক ও টিউলিপকে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়। রুশনারা ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন। কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তার আদি বাড়ি পাবনায়। লন্ডনের মধ্যে এবার রুপার আসনটি এবার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন ধরে রাখতে লড়েন। রুশনারা ২০১০ সালে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছিলেন।