নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির প্রতিবাদ করায় আওয়ামীলীগকর্মীকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ২২ রামচন্দ্রপুর মোড়ে চায়ের দোকানে বসে বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তি মূলক কথাবার্তা বলতে থাকে পুরাতন সাতক্ষীরা ডাঙ্গীপাড়া এলাকার মৃত আফছার আলীর পুত্র বজলুর রহমান, মোন্তাজ সরদারের পুত্র জামায়াতের রোকন ওলিউর রহমান, রবিউল ইসলাম, ছফেদ আলীর পুত্র সুলতানগং। এর প্রতিবাদ করেন একই এলাকার আওয়ামীলীগ কর্মী ইছহাক আলী। এতে ক্ষিপ্ত হয়ে উল্লেখিত ব্যক্তিরা ইছাক আলীকে মারপিট করে। বিষয়টি সাবেক কাউন্সিলর মিমাংসাও করে দেন।
উল্লেখিত ব্যক্তিরা অত্র এলাকার চিহ্নিত জামায়াত নেতা হওয়ায় প্রায় সময়ই মসজিদের মধ্যে জামায়াত নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে। গত ১১ এপ্রিল মসজিদের মুসুল্লীরা প্রতিবাদ কররে উল্লেখিত ব্যক্তিরা মুসুল্লীদের উপর চড়াও হয় এবং দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মুসুল্লীদের খুন জখম করতে উদ্যাত হয়। একপর্যায়ে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করে চলে যায়। উল্লেখিত ব্যক্তিরা।
এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উল্লেখিত জামায়াতের নেতাকর্মীরা এলাকায় শান্তি শৃংঙ্খলা বিনস্ট হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এবিষয়ে প্রতিকার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ইছহাক আলী। সদর থানার ভারপ্রাপ্ত গোলাম রহমান বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।