শ্যামনগর

ডা. শম্পাকে আটক ও তার চরিত্র হননচেষ্টায় জড়িতদের শাস্তি দাবিতে বিএমএ’র বিক্ষোভ

By daily satkhira

September 18, 2016

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি সার্জন ডা. শম্পা রাণীকে অবৈধভাবে গ্রেপ্তার ও চরিত্র হননের অপচেষ্টায় জড়িতদের শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় সদর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. উৎপল কুমার দেব নাথ। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. আজিজুর রহমান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা. মনোয়ার হোসেন। এসময় বক্তারা বলেন, চিকিৎসাকদের কাজ মানুষকে সেবা প্রদান করা। কিন্তু সেই চিকিৎসকদের আজ আর নিরাপত্তা নেই। একজন চিকিৎসকের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্র হননের চেষ্টা একটি মারাত্মক অপরাধ। অবিলম্বে ওই সব ষড়যন্ত্রকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তারা।