সাতক্ষীরা

কলারোয়ায় আড়াই হাজার মুসুল্লিকে ইফতার খাওয়ালো সততা সংঘ

By daily satkhira

April 21, 2022

কলারোয়া প্রতিনিধি:

সাতক্ষীরা কলারোয়ার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ইতালি প্রবাসী রায়হান আল বাশার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সততা সংঘ’র মাধ্যমে আড়াই হাজার ধর্মপ্রাণ মুসুল্লিকে মাহে – রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) ১৯তম মাহে রমজানে হেলাতলা ইউনিয়নের ২০টি মসজিদসহ ব্রজবাকসা বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ দিন দুপুর থেকে কলারোয়া পৌরসহ ৯নম্বর হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা বাজার মসজিদ, খলসী আছিয়া হাফেজিয়া ও এতিমখানা জামে মসজিদ, ইসলামপুর দারুলউলুম দাখিল মাদ্রাসা মসজিদ, ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ, জামালের মোড় সরদার পাড়া জামে মসজিদ, ব্রজবাকসা মাঝেরপাড়া (ইমান আলী সরদার) জামে মসজিদ, ব্রজবাকসা ঘরামিপাড়া জামে মসজিদ, ব্রজবাকসা দামোদরকাটি যৌথ জামে মসজিদ, দামোদরকাটি মাঝের পাড়া জামে মসজিদ, দামোদরকাটি হাজিপাড়া জামে মসজিদ, দামোদরকাটি শেখ পাড় জামে মসজিদ, খলসী ইউনিয়ন পরিষদ জামে মসজিদ, গনপতিপুর হাজিপাড়া জামে মসজিদ, হেলাতলা বাজার জামে মসজিদ, হেলাতলা মোড় জামে মসজিদ, হেলাতলা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদ, কলারোয়া ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন নূরানী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা, দিগং বদ্দিপাড়া জামে মসজিদ,

দক্ষিণ দিগং জামে মসজিদ, দক্ষিণ দিগং মাঝেরপাড়া জামে মসজিদ ও খলসি মধ্যপাড়া জামে মসজিদসহ মোট ২০ টি মসজিদে ইফতার সামগ্রী বিতরণ শুরু হয়৷ ‘সততা সংঘ’র আহ্বায়ক ফারুক হোসাইন রাজ, ফারহান আল ফারুক ও নাজমুল হোসেন সবুজের সার্বিক তত্ত্বাবধানে দিন ব্যাপি এসকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘সততা সংঘ’র প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী রায়হান আল বাশার বলেন, মাহে রমজানে মানুষের মনে প্রশান্তি ফেরাতে কলারোয়া উপজেলার ধর্মপ্রাণ আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু ইফতার সামগ্রী নয় বরং হেলাতলা ইউনিয়নে অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে পড়া শিশু ও অসহায় পরিবারের মাঝে সহযোগিতা দিয়ে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নকে একটি শিক্ষিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে ‘সততা সংঘ’র একদল অদম্য মাদকমুক্ত ও শিক্ষিত তরুণকে সাথে নিয়ে কাজ করছি।

ইতিপূর্বে করোনা কালীন কঠিন দুরবস্থার সময়ে ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, বিতরণ করে করোনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রচার প্রচারণা করা হয়েছে। আগামীতে যাতে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের প্রতিটি অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে কাজ করতে পারেন এজন্য তিনি এলাকাবাসীর কাছে সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।