সাতক্ষীরা

জেলা পরিষদে অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন

By daily satkhira

April 25, 2022

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলায় অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সোমবার (২৫ এপ্রিল) সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাশরুবা ফেরদৌস এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুঃস্থ অসহায়দের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে করোনাভাইরাস জনিত

পরিস্থিতি মোকাবেলায় জেলায় ৪৭০০শ অসহায় ও দরিদ্র জনসাধারণের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান, হিসাবরক্ষক আবু হোরায়রাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিষদের অন্তর্ভুক্ত ৭৮ টি ইউনিয়ন ও পৌরসভার এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে নিজ নিজ এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, ভোজ্য তেল, সেমাই ,দুধ ,শাড়ি /লুঙ্গি পবিত্র ঈদুল ফিতরের আগে এসব ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার পেয়ে গরিব দুঃখী অসহায় মানুষেরা অনেক খুশি হয়েছে।