সাতক্ষীরা

নেক সন্তানের জন্য সম্পদ রেখা যাওয়া লাগে না– সাতক্ষীরা যুগ্ম ও সেশন জজ ফারক ইকবাল

By daily satkhira

April 25, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা যুগ্ম ও সেশন জজ মো: ফারুক ইকবাল বলেছেন, আমি যদি সুসন্তান রেখে যায় তাহলে তার জন্য কোন সম্পদ রেখে যাবো না। কারন সে নিজে সম্পদ আয় করতে পারবে। আবার যদি কু সন্তানও রেখে যায় তার জন্যও সম্পদ রেখে যাবো না। কারন আমার মৃত্যুর পর সম্পদ অবৈধ রাস্তায় খরচ করবে। নেক সন্তানের জন্য সম্পদ রেখা যাওয়া লাগে না। নিজের সম্পদকে পরিশুদ্ধ রাখতে হলে দান সাদকা করতে হবে। ২৫ এপ্রিল সোমবার আল আরাফাহ ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখা আয়োজিত ইফতার মাহফিল ও ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা ও সদাকায়ে জারিয়াহ হিসাবে ক্যাশ ওয়াকফ এর ভূমিকা শীর্ষক আলোচনাসভায় এ কথা বলেন। তিনি আরো বলেন, আপনার জীবনে আপনি কত টাকার মালিক হবেন তা আগে থেকে বরাদ্দ থাকে। যদি অসৎ পথে আয় করেন সেই টাকাই আয় করবেন। আর যদি সৎ পথে আয় করেন সেই টাকাই আয় করবেন। আল্লাহর দান এমনিতে আসবে। সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি হালাল পথে আয় করবেন। নাকি হারাম পথে আয় করবেন। আল আরাফাহ ইসলামী ব্যাংক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব খুলনা জোন মো: মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা যুগ্ম ও সেশন জজ মো: ফারুক ইকবাল। প্রধান আলোচক ছিলেন, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. মো: আবুল বারী। বিশেষ অতিথি ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দ্বীন আলী। স্বাগত বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক ও এভিপি আবুল কালাম আজাদ। ইসলামী সংগীত পরিবেশন করেন কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী সাতক্ষীরার পরিচালক মো: আল আমিন। কুরআন তেলাওয়াত করেন হাফেজ মো: ইয়াসিন আরাফাত। দোয়া মোনাজাত পরিচালনা করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক অপারেশন ম্যানেজার মো: শহিদুল হাসান।

২৫.০৪.২০২২