কলারোয়া

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলার আসামি রোমেল সিরাজগঞ্জে গ্রেফতার

By Daily Satkhira

June 09, 2017

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি খালিদ মঞ্জুরুল রোমেলকে (৩৮)সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জুন) ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক সংলগ্ন সলঙ্গা থানার পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার বিকাল ৪টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার হওয়া খালিদ মঞ্জুরুল রোমেল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কাদাই বাদলা গ্রামের মৃত এমএ গোফরানের ছেলে। সে সাতক্ষীরা-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের আপন ভাগ্নে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের মেজর সাফায়াত আহম্মদ সুমন পিএসসির সই করা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে পাঁচলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে রোমেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে সলঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, ২০০২ সালের ৩০ আগস্ট কলারোয়া উপজেলার এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসপাতালে মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখে গাড়ির বহর নিয়ে শেখ হাসিনা যশোরে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া উপজেলা সদরের বিএনপি অফিসের সামনে পৌঁছালে পূর্ব পরিকল্পনা মতো আসামি হাবিবুর রহমানের নির্দেশে অন্যান্যরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গাড়ি বহরটিকে লক্ষ্য করে গুলি চালায়। একইসঙ্গে বোমা হামলাও চালানো হয়। এসময় সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ও কয়েকজন সাংবাদিক আহত হন। এ ঘটনায় কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে এ মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এই মামলার প্রধান আসামি খালিদ মঞ্জুরুল রোমেল।