বিনোদন

এবার হাতে হারিকেন নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান!

By Daily Satkhira

April 26, 2022

বিনোদন ডেস্ক: প্রতিবারের মতো এই ঈদেও দর্শক-শ্রোতাদের গান শোনাতে আসছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। একটি গানে দেখা যাবে তাকে হারিকেন হাতে পারফর্ম করতে। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠানটি। এতে থাকছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ।