দেবহাটা

ডা. রুহুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে আ. লীগের সংবাদ সম্মেলন, স্বেচ্ছাসেবকলীগের কমিটি বিলুপ্ত

By Daily Satkhira

June 09, 2017

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক সাবেক সফল স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আ. লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সভাপতি সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক’র বিরুদ্ধে দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ইফতার মাহফিলে গুটিকয়েক সংগঠন বিরোধী নেতারা কুরচিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ।

অন্যদিকে, এর প্রতিক্রিয়ায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সখিপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ সকল উন্নয়ন কে বাঁধাগ্রস্ত করতে দেবহাটায় আওয়ামীলীগের নামধারী গুটি কয়েক নেতারা সরকারের সে উন্নয়নকে পদে পদে বাঁধা সৃষ্টি করে বিএনপি-জামাতের সাথে সরাসরি সু-সম্পর্ক রেখে গত বৃহস্পতিবার পারুলিয়া ইউনিয়ন পরিষদের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদের ম্যানেজ করে ইফতার মাহফিলের আয়োজন করে সেখানে আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতা সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে অবাঞ্চিত ঘোষণা করেছেন তারা। যা সংগঠনের নিয়ম বহির্ভূত। যেখানে রুহুল হক এমপি সাতক্ষীরার গণমানুষের কল্যাণে মেডিকেল কলেজ হাসপাতাল, বাইপাস সড়ক, রেললাইন স্থানপন, প্যারামেডিকেলসহ অগণিত উন্নয়ন করে চলেছেন। যা অকল্পনীয় সাতক্ষীরার মানুষের জন্য। সেখানে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. স ম গোলাম মোস্তফা, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি  আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, সদস্য অহিদুল ইসলাম, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান কেল্টু, সাধারণ সম্পাদক রেজাউল ইসলামসহ তাদের গংরা ২০১৩ সালের পর থেকে দলকে দ্বিখ-িত করতে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দলের মধ্যে কোন্দল সৃষ্টি করে উপজেলা আওয়ামীলীগকে বার বার তারা অস্তিত্ব সংকটে ফেলার পাঁয়তারা করে চলেছে। তাদের এ সুযোগকে কাজে লাগিয়ে বিগত দিনে বিএনপি-জামাত সহিসংসতার সময় দেবহাটা উপজেলা আওয়ামীলীগের ৩টি তাজা প্রাণ আবু রায়হান, আব্দুল আজিজ, আলমগীর হোসেন (বাকুম) কে আমাদেরকে হারাতে হয়েছে। এছাড়া সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.স.ম গোলাম মোস্তফার দীর্ঘ দিনের চক্রান্তের ফল হিসাবে একরে পর এক আওয়ামীলীগ বিরোধী কর্মসূচি পালন করে চলেছে। তেমনি আগামী নির্বাচনে পুনরায় যেন আওয়ামীলীগ আর ক্ষমতায় না আসতে পারে সে জন্য এখন থেকে ঐ সকল চক্রান্তকারিরা সু-সংঘটিত হয়ে ইফতার মাহফিলের নামে একের পর এক সংগঠন বিরোধী কার্যকালাপে মেতে উঠেছে। তাই ইফতার মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান কেল্টু যে বক্তব্য দিয়েছেন তা সংগঠন বিরোধী। আমরা তার এই বক্তব্যের জন্য উপজেলা আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা স্বোচ্ছাসেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অনুরোধ জানাচ্ছি এবং তাদের কমিটি দ্রুত বিলুপ্ত করাসহ আইনী ব্যবস্থা নেওয়ারও আহবান করছি। একই সাথে আজ থেকে উপজেলা আওয়ামীলীগের সকল প্রকার অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকলীগকে বর্জন করা হল। আগামীতে যদি কেউ রুহুল হকের মত ব্যক্তির বিরুদ্ধে কটূক্তি বা অসম্মানজনক বক্তব্য প্রদান করেন তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ন-সম্পাদক আনারুল হক, আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন,নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক, আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর আ’লীগের সভাপতি আবুল কাশেম, সখিপুর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,পারুলিয়া আ’লীগের সভাপিত শাহাবুদ্দীন বিশ্বাস আবারা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কুলিয়া আ’লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর. সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া যুবলীগের সভাপতি মোসারাফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা তাঁতীলীগের আহবায়ক নাসিরউদ্দীন, যুগ্ন-আহবায়ক মাহাবুর রহমান অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।