সাতক্ষীরা

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা

By daily satkhira

April 27, 2022

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষি প্রশিক্ষ অফিসার এস.এম. খালিদ সাইফুল্লাহ, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী, কিরন ময় সরকার, ইয়াছিন আরাফাত, আব্দুল আলীম, আনিসুর রহমান, বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন আম চাষী, আম ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তারা।

সভায় সকলের পরামর্শ ও সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ মে গোবিন্দ ভোগ গোপাল ভোগ, বোম্বায়, ক্ষীরশাপাতি, গোলাপখাস ও বৈশাখীসহ অন্যান্য স্থানীয় জাতের আম এবং ১৬ মে হিমসাগর, ২৪ মে ল্যাংড়া ও ১ জুন তারিখে আম্রপালি আম ভেঙে বাজারে তোলার নির্দেশ দেওয়া হয়। এ সময়ের আগে যদি কোন ব্যবসায়ী বা চাষী অপরিপক্ক আম পাড়ে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করা হয়।