নলতা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ ব্রজপাটুলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নলতা শরীফের পীরজাদা গওছার রেজার দৌহিত্র তৌফিক আমিন (১৪) নিহত হয়েছে। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর পুত্র গওছার রেজার পুত্র মো. শহিদুল হকের সদ্য এসএসসি পাশ করা একমাত্র পুত্র তৌফিক আমিন বৃহস্পতিবার সন্ধ্যার একটু পরে নলতা শরীফ শাহী জামে মসজিদে তারাবী নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে ও সাথে ৯ম শ্রেণি পড়–য়া পার্শ্ববর্তী জিকুকে পিছনে বসিয়ে যাত্রা শুরু করে খানজিয়া রোড হয়ে ভাড়াশিমলা ইউপির ব্রজপাটুলিয়া কার্পেটিং রোডের দিকে। রাত পৌনে ৮টার দিকে ব্রজপাটুলিয়ায় মিন্টু বাবুর বাড়ির সামনের বাগবাটী অভিমুখে প্রশস্ত রোডে দ্রুত গতিতে টার্ন নিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুপারি গাছে লেগে সজোরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তৌফিক এবং মাটিতে ছিটকে পড়ে জিকু। দোকানে বসা কয়েক যুবক সাথে সাথে তৌফিককে উঠিয়ে বিভিন্ন জায়গায় সংবাদ দেয়। পরবর্তীতে তাকে এ্যাম্বুলেন্সযোগে সাতক্ষীরা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিলে কিছুক্ষণ চিকিৎসার পর ঐদিন রাত পৌনে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তৌফিক আমিনকে মৃত ঘোষণা করেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত নলতা শরীফের পীরজাদা গওছার রেজার দৌহিত্র অর্থাৎ মো. শহিদুল হকের একমাত্র পুত্র তৌফিক আমিন (১৪) কে ৯ জুন শুক্রবার বাদ জুমা নলতা শরীফ শাহী জামে মসজিদে নামাজে জানাযা শেষে মাজার শরীফ সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ, মিশন কর্মকর্তাবৃন্দ, পীর কেবলার ভক্তবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন তথা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতিতে নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্জ হাফেজ মো. শামছুল হুদা। তার মৃত্যুর সংবাদ রাত থেকে পর্যায়ক্রমে দাফনের পূর্ব পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়লে তৌফিকের সহপাঠী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুর অব্যাহত উপস্থিতিতে নলতা শরীফের বাতাস ভারী হয়ে ওঠে। আর একমাত্র পুত্রের মৃত্যুর খবর শোনার পর থেকে তৌফিকের পিতা-মাতা একরকম পাগোল প্রায় হয়ে গেছে।