সাতক্ষীরা

ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন ডাঃ আ ফ ম রুহুল হক

By daily satkhira

April 27, 2022

তরিকুল ইসলাম,  : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

বুধবার (২৭ এপ্রিল) সকালে সাতক্ষীরার কালিগঞ্জের নলতাস্থ এমপির নিজ বাসভবনে তিনি উপস্থিত থেকে পাঁচ শতাধীক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। পরে আরো ১৫ শত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ তোফায়েল আহমেদ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।