কালিগঞ্জ

জাতীয় স্কুল-মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতা; কালিগঞ্জে বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে

By Daily Satkhira

August 22, 2016

এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু: কালিগঞ্জে ৪৫তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলে গতকাল বিকেল ৫ টায় কুশুলিয়া জোন চ্যাম্পিয়ন বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় ও মৌতলা জোন চ্যাম্পিয়ন মৌতলা মাধ্যমিক বিদ্যালয় পরস্পর মুখোমুখি হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় বিষ্ণুপুর পিকেএম মাধ্যামিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। খেলা শুরুর আগে প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. শেখ মোজাহার হোসেন কান্টু, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবল আলম বাবলু প্রমুখ। খেলা পরিচালনা করেন গাজী আব্দুর রফিক এবং সহকারী হিসেবে ছিলেন শাহীন ও পলাশ।