সাতক্ষীরা

সাতক্ষীরা নারকেলতলা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি –সম্পাদককে শ্রম অধিদপ্তরে স্ব শরীরে হাজির হওয়ার নির্দেশ

By daily satkhira

May 05, 2022

নিজস্ব প্রতিনিধি:  অগঠনতান্ত্রিকভাবে সাধারণ সভা না করে কাগজে কলমের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ভূয়া নির্বাচনী তফসীল ঘোষণায় সাতক্ষীরা জেলা ট্রাক, ট্যাংকলরী(দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও ক্যাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি: নং খুলনা ৭৬৪ এর সভাপতি ও সাধারণ সম্পাদক কে স্ব শরীরে হাজির হয়ে স্ব পক্ষের কাগজপত্র ও তথ্য প্রমানাদি উপস্থাপনের নির্দেশ দিয়েছে বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনা। গত ২৬ এপ্রিল বিভাগীয় শ্রম অধিদপ্তর খুলনার রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন ও পরিচালক স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ দেওয়া হয়। উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, ক্ষমতা কুক্ষিগত করতে ২০১০ সালের পরে আর কোন বৈধ নির্বাচন না দিয়ে কাগজে কলমে নির্বাচন নিয়ে ট্রেড ইউনিয়নের ১৯ ধারা লঙ্ঘন করা হয়েছে। এছাড়া আবারো ইউনিয়নের ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রনে রাখতে গত ১৪ জানুয়ারি ২২ তারিখে অগঠনতন্ত্রিকভাবে সাধারণ সভা না করে কাগজে কলমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে, ভূয়া নির্বাচনী তফশীল ঘোষনা করেছেন মর্মে ইউনিয়নের সদস্য রেজাউল খুলনা শ্রম কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন। যা ভূয়া ও জালিয়াতির শামিল। এবিষয়ে শ্রম অধিদপ্তর কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। এদিকে, শ্রম অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে অগঠনতান্ত্রিক ভাবে গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনিরুজ্জামান ২২ ফেব্রুয়ারী ২২ তারিখে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী দেখিয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। এবিষয়টি নিস্পত্তির লক্ষে আগামী ২৩ মে ২২ তারিখে বিভাগীয় শ্রম অধিদপ্তরের কার্যালয়ে এক সভার আহ্বান করা হয়েছে। সভায় ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ নির্বাচন সংশ্লিষ্টদের স্ব শরীরে উপস্থিত হয়ে স্বপক্ষে তথ্য প্রমান উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।