খেলোয়াড় তৈরির উর্বর ভূমি সাতক্ষীরা থেকে এবার বিভিন্ন খেলায় ৩২ জন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়েছে। সম্প্রতি সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া বিভিন্ন খেলার প্রতিযোগিতায় তাদের বাছাই করা হয়। বিকেএসপিতে ভর্তির সুযোগ পাওয়ারা হলেন, বাস্কেবল এ ইসমাইল হোসেন, সরোয়ার জাহান, রকিব আল ওসমান, ইমরান হোসেন, ফাহিম মোস্তাহিম। এ্যালেটিকস এ রহমতউল্লাহ, হাবিবুল্লাহ হাবিব, মাহিদ হাসান, সুমন হোসেন। উশু এ আবু হাসান, আবু হোসাইন, আশিকুর রহমান, শ্রাবণি। তায়কোয়ান্ডো এ শাহরিয়ার নাফিজ, সোনিয়া পারভীণ, হোসনেয়ারা পারভীন। স্কোয়াশ এ আবু হাসান। শুটিং এ জায়েদ বিনতে সাবিত, এস কে রাফিদুজ্জামান, রাবিসা মিতা, ইসরাত জাহান। জুডো খেলায় রিয়া আক্তার। হকিতে দ্বীপ, রাহুল মন্ডল, আব্দুল্লাহ সাকির, সোনিয়ার পারভীণ, ফুটবলে মেহেদী হাসান, আসিফ, জাবিদ ওমর হোসান, মেহেদী হাসান মিলন ঢালী, অঞ্জনা মুন্ডা, সোনিয়ার পারভীন। প্রেস বিজ্ঞপ্তি