শ্যামনগর

শ্যামনগরে অবৈধ গর্ভপাতে মা ও শিশুর মৃত্যুর ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

By daily satkhira

May 15, 2022

শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলা সদরে পল্লী প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালে অবৈধ গর্ভপাতের ঘটনায় মা ও শিশু কন্যা সহ দুজনেরই করুণ মৃত্যুর ঘটনায় শ্যামনগর থানায় পল্লি প্রাইভেট হাসপাতালে পরিচালক শেখ আহছান হাবিব ও হারুন সহ ১০ জনকে আসমি করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ১৫ জুন একটি ভ্রুম হত্যা মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ২৮। অদক্ষ্য নার্স ও হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত করাতে গিয়ে প্রসূতি মা ছামিরন খাতুন (৩২) ও সাত মাসের একটি শিশুর অকাল মৃত্যু হয়েছে।ক্লিনিক মালিক আহছান ও হারুন বিভিন্ন ধরনের প্রলোভনে দেখিয়ে নিহত গৃহবধুর মাতা হালিমা বেগম ও তার আত্মীয় স্বজনদের ম্যানেজ করে অতি গোপনীয় ভাবে দাফন সম্পন্ন করেন। পরে শ্যামনগর থানা পুলিশ জানতে পেরে কবর থেকে মা ও শিশু কন্যার লাশ উত্তোলন করে সাতক্ষীরা মর্গে পাঠিয়ে পোস্টমটাম সম্পন্ন করেছেন। যুবলীগ নেতা পরিচয়ে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের শেখ মেহের আলীর পুত্র শেখ আহসান হাবিব ও মাজাট গ্রামের আনসার আলীর পুত্র হারুন-অর-রশিদ দীর্ঘদিন লাইসেন্সবিহীন অবৈধভাবে উক্ত ক্লিনিকটি পরিচালনা করে আসছিলো । বিশ্বস্তসুত্রে যানা যায় শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের জাহাঙ্গীর শিকারীর স্ত্রী সামিরন খাতুন ( ৩২ ) একটি দালাল চক্রের মাধ্যমে গতকাল ১৩ মে দুপুরে ১ টার দিকে শ্যামনগর পল্লি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়।

নিহত ছামিরনের মা হালিমা বেগম জানান দুপুর ২ টার দিকে একটি অপরিচ্ছন্ন পরিত্যাক্ত রুমের ভিতরে আমার মেয়ে ছামিরনকে নিয়ে যায় অবৈধ গর্ভপাতের জন্য। কিছুক্ষণের মধ্যে শিশু কন্যাকে গর্ভপাত হওয়ার পরে প্রচুর ব্লীডিং হওয়ায় আমার মেয়ে ও তার ৭ মাসের শিশু কন্য সাথে সাথে মারা যায়।এ ধরনের ঘটনা শ্যামনগরে প্রতিনিয়ত বিভিন্ন ক্লিনিকে ঘটছে। মা ও শিশুটি নিহত হওয়ার পরে নিহত সামিরন খাতুনের স্বামী জাহাঙ্গীর বাদী হয়ে ১৫ জুন শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২৮।

মামলা হওয়ার আগে থেকে ক্লিনিক মালিক আহসান ও হারুন গা ঢাকা দিয়েছে। যুবলীগ নেতা পরিচয়দানকারী অবৈধ ক্লিনিক ব্যবসায়ী আহসান ও হারুনের গ্রেপ্তার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শামনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) ভারপ্রাপ্ত মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন অবৈধ গর্ভপাতের ঘটনায় ক্লিনিকের মালিক সহ ১৫ জুন ১০ জনের বিরুদ্ধে একটি ভ্রুম হত্যা মামলা দায়ের হয়েছে মামলা নাম্বার ২৮।