শ্যামনগর

জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে যুব সমাজের শপথ

By Daily Satkhira

September 18, 2016

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে জ্বালানি সুরক্ষা ও বিদ্যুতের অপচয় রোধে শপথ নিয়েছে যুব সমাজ। এতে যুবদের শপথ বাক্য পাঠ করান শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম। রোববার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে এ অনুষ্ঠানটির আয়োজন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক। এ সময় যুব সমাজ ‘পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখার জন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করব, জ্বালানি সুরক্ষা ও বিদ্যুৎ অপচয় রোধে সচেতন থাকব। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সমাজের সকলকে সাথে নিয়ে একযোগে এগিয়ে যাব। হে সৃষ্টিকর্তা আমাদের সবুজ পৃথিবী গড়ার তৌফিক দান করুন’ বলে শপথ নেন। এর আগে উপজেলা চত্বর থেকে ‘নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি, পরিবেশ ও স্বাস্থ্য ভালো রাখি’ স্লোগানকে সামনে রেখে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসীন উল মুলক, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবার কবীর, উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কুমদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি মারুফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক আল ইমরান, বারসিক কর্মকর্তা মননজয় মন্ডল প্রমুখ। বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সময় এসেছে সবুজ পৃথিবী গড়ার। এখনই সচেতন না হলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।