সাতক্ষীরা

ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচিত কমিটির শপথ গ্রহণ

By daily satkhira

May 17, 2022

নিজস্ব প্রতিনিধি : ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশন (রেজিঃ নং-খুলনা ২০৪৬) এর  নির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭মে) সাড়ে ৩ টায় সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সভা কক্ষে শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর করা হয়। শপথ  পাঠ করান এসোসিয়েশনের নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম।

শপথ গ্রহণ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি আলহাজ্ব কাজী নওশাদ দিলওয়ার (রাজু), সহ সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানসহ বাকী সদস্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ,

পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক সহ সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ