সাতক্ষীরা

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জেলা কৃষকলীগের আলোচনাসভা

By daily satkhira

May 18, 2022

নিজস্ব প্রতিনিধি: ১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন না হলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো না। দেশের টাকায় পদ্মা সেতু নির্মিত হত না। তলা বিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারতো না। সে দিন দেশ মাতৃকার টানে তিনি দেশে এসেছিলেন বলেই আজকের ডিজিটাল বাংলাদেশ আমরা পেয়েছি।

ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। ১৮ মে সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে শেখ হাসিনার প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন। জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনজুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. নর নারায়ন ঘোষ,

স ম আতিয়ার রহমান, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, যুগ্ম সম্পাদক এস এম রেজাউল ইসলাম, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ আফজাল হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন সরদার, পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মো: সফিকুল ইসলাম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম,

উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো: রেজাউল ইসলাম, পৌর ১নং ওয়ার্ড কৃষকলীগের শেখ শফিউদ্দীন ময়না, পৌর ৮নং ওয়ার্ড কৃষকলীগের মো: ওবায়দুল ইসলাম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ।