সাতক্ষীরা

ওয়াস ব্যবসায়ে মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে ওয়াস উদ্যোক্তাদের প্রশিক্ষণ

By daily satkhira

May 19, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের নিয়ে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর আয়োজনে ওয়াস ব্যবসায়ে মানবাধিকার সংক্রান্ত বিষয় সমুহ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। ১৮ মে বুধবার সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচালনা করেন সংস্থার মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার। প্রশিক্ষণে মানবাধিকার কী, মৌলিক মানবাধিকার বিষয় সমুহ কী কী, মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য, মানবাধিকার সম্মত ওয়াস সেবা নিশ্চিত,

একজন ক্রেতা মানবাধিকারের কোন বিষয়কে সামনে রেখে ওয়াস পণ্য বা সেবা ক্রয় করবেন, এবং এ ক্ষেত্রে ওয়াস ব্যবসায়ীরা কিভাবে সহযোগিতা করতে পারে, ওয়াস পন্যের গুণগত মান কিভাবে ক্রেতার অধিকার রক্ষা করে এবং ক্রেতার অধিকার সম্মত পণ্য ও এর গ্রহণযোগ্যতা কিভাবে তৈরী করা যায়, সকল ক্রেতার পন্য বা সেবা ক্রয়ে কিভাবে সমসুযোগ তৈরী করা যায়, ব্যবসায়ীদের পণ্যের গুণগতমান ঠিক রাখার ক্ষেত্রে ওয়াস ব্যবসায়ীদের কাজের ক্ষেত্র ও কিভাবে সহযোগিতা করতে পারবেন, সর্বোপরি মানবাধিকার নিশ্চিত পূর্বক ওয়াস সেবা প্রদানের ক্ষেত্রে ওয়াস ব্যবসায়ীরা কীভাবে সহযোগিতা করতে পারে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম। ওয়াস ব্যবসায়ীদের মধ্যে শেখ হাবিবুর রহিম রিন্টু, সমিত ঘোষ,

ফরিদা খাতুন, রাবেয়া খাতুন, শেখ আব্দুল কাদের, মোঃ আব্দুল কাদের, সালমা খাতুন, মনোয়ারা খাতুন, নূর মোহাম্মদ, সাবিনাসহ অন্যান্য। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।