খেলা

বাংলাদেশের সেমিতে খেলতে দুই সমীকরণ

By Daily Satkhira

June 10, 2017

অস্ট্রেলিয়াকে হারতে হবে, তার আগে বাংলাদেশকে জিততে হবে। সেই পথে নিজেদের কাজটা ঠিকঠাকই সেরে রাখল বাংলাদেশ। শুক্রবার নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল টাইগাররা। মাশরাফিদের সেমিতে খেলতে এখন দুটি সমীকরণ মিললেই চলবে।

বৃষ্টি ‘এ’ গ্রুপের সমীকরণ বদলে দিয়েছে আগেই। অনেককিছুই নির্ভর করছিল ইংল্যান্ড ও বাংলাদেশের ওপর। সোজা ভাষায়, বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারানোয় এখন হিসেবটা গুছিয়ে এসেছে। স্বাগতিকরা যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যায়, তাতে সেমিতে যাবে উদ্বোধনী ম্যাচ খেলা দুই প্রতিপক্ষ ইংলিশ ও টাইগাররাই।

শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে এই গ্রুপের শেষ ম্যাচে। যাতে পুরো বাংলাদেশের চোখ থাকবে ইংল্যান্ডের দিকে। অস্ট্রেলিয়ার হারই চাইবে টাইগারপ্রেমীরা। ইংল্যান্ড জিতলেই বাংলাদেশকে নিয়ে সেমিতে স্বাগতিকরা।

অন্য একটি সমীকরণও থাকছে। বৃষ্টিতে ইংলিশ-অজি ম্যাচ ভেসে গেলেও চলবে। তাতে পরিত্যক্ত ম্যাচের পর অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে ৩, বাংলাদেশেরও পয়েন্ট এখন ৩। দুই দলেরই রানরেট এখন শূন্যে। তবে সেমির টিকিট পেতে রানরেটের আগে দেখা হবে কার জয় বেশি। সে হিসেবে বাংলাদেশই চলে যাবে সেমিতে। কারণ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে, তাদের জয় নেই এখন অবধি।

বাংলাদেশের নিভু-নিভু সম্ভাবনার প্রদীপটা এখন সমীকরণের বেড়াজালে এভাবেই দপ করে জ্বলে উঠেছে। এখন সমীকরণগুলো মিললেই হয়। তাতে প্রথমবারের মত কোন বৈশ্বিক আসরের সেমিতে যাওয়ার গৌরবে ভাসবে লাল-সবুজরা।

অন্যদিকে কিউইদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শেষ হয়ে গেল এক পরিত্যক্ত ম্যাচ ও দুই হারে