সাতক্ষীরা

সাতক্ষীরা শহরে দেয়াল চাপা পড়ে ইজিবাইক চালকের মৃত্যু

By daily satkhira

May 23, 2022

নিজস্ব প্রতিনিধি : দেয়াল চাপা পড়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন। সোমবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলের নবজীবন ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ইজিবাইক চালকের নাম ইয়াছিন আলী (২০)। সে সাতক্ষীরা শহরের পলাশপোলের ইমান আলী সরদারের ছেলে। আহতরা হলেন, পলাশপোলের মারুফ হোসেনের ছেলে রাজা, বাবলুর রহমানের ছেলে শাকিব হোসেন ও বেল্টু হোসেন।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বেল্টু হোসেন জানান, শাকিব, রাজা ও ইয়াছিনসহ তারা কয়েকজন নবজীবন ইনস্টিটিউটের পার্শ্ববর্তী গোলাপ গাজীর বাঁশবাগানের পাশে মোবাইলে গেম খেলছিল। এ সময় গোলাপ গাজীর প্লাস্তারবিহীন তিন ইঞ্চি গাথুনির দুর্বল প্রাচীর তাদের উপর ধ্বসে পড়ে। এতে তারা চারজন আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিন মারা যায়।

এ ব্যাপারে গোলাপ গাজীর ছেলে বকুল গাজী জানান, তাদের প্রাচীর পাঁচ বছর আগে নির্মিত। উঠতি বয়সী কিছু ছেলেরা ওই প্রাচীরের উপর উঠে বা পাশে বসে নেশা করে ও মোবাইলে গেম খেলে। এমন এক পরিস্থিতিতে দেয়াল পড়ে একজন মারা গেছে ও তিনজন আহত হয়েছে বলে তিনি জেনেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কবীর জানান, পলাশপোলে দেওয়াল চাপা পড়ে এক যুবক মারা গেছে মর্মে তিনি জেনেছেন। লাশ সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।