নিজস্ব প্রতিনিধি : সরকারের ব্যাংক ঋণ কার্যক্রমকে সহজশর্তে উদ্যোক্তাদের মাঝে বিনিয়োগ করতে সাতক্ষীরার সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা ও নারী উদ্যোক্তাদের অংশ গ্রহনে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সাতক্ষীরা শহরের একটি রিসোর্টে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার আয়োজনে এ নারী উদ্যোক্তাদের ঋণ/বিনিয়োগ বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার উপমহাব্যাবস্থাপক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শাহ আলম সহ সরকারি-বেসরকারি ব্যাংক কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
কর্মশালায় সাতক্ষীরার ২৮টি ব্যাংকের কর্মকর্তা ও প্রায় শতধিক নারী উদ্দোক্তা অংশ গ্রহন করেন। এসময় প্রধান অতিথি বলেন, আমরা চায় নারীদের এগিয়ে নিতে। বর্তমান সরকারও চান নারীদের এগিয়ে নিতে। তাদের স্বাবলম্বী করতে ব্যাংক গুলোকে এগিয়ে আসতে হবে। সহজশর্তে ঋণ দিয়ে নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে হবে। কোন ব্যক্তি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা ঋণ দিয়ে অনাদায়ী থাকার থেকে এসব উদ্যোক্তানারীদের ছোট ছোট ঋণ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।