আশাশুনি

প্রত্যেক সহযোগী সংগঠনকে সু-সংগঠিত করে গড়ে তুলতে হবে—-ডাঃ রুহুল হক এমপি

By daily satkhira

May 23, 2022

আশাশুনি ব্যুরো: প্রত্যেক সহযোগী সংগঠনকে সু-সংগঠিত করে গড়ে তুলতে হবে। যে উদ্দেশ্যে বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছিলেন। বঙ্গবন্ধুর সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে তারই সু্যোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা।

আর মাত্র কয়েক দিন পরে আমরা পদ্মা সেতু দিয়ে পায়ে হেঁটে পার হতে পারবো। এসকল অভুতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সহ সকল সংগঠন একত্রিত হয়ে কাজ করে যেতে হবে।

শত্রুপক্ষ আবারো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। প্রতিটি সংগঠন যোগ্য নেতৃত্বের মাধ্যমে তৈরি করে আমাদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দ্বিধাদ্বন্দ্ব ভুলে মিলেমিশে কাজ করে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন।

২৩ মে সোমবার বেলা ১১টায় আশাশুনি সরকারী এতিম খানা মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে সন্মানিয় অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাষক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের পাশাপাশি আওয়ামী লীগের প্রত্যেকটি সহযোগী সংগঠনের গুরুত্ব অপরিসীম। তাই সহযোগী সংগঠন গুলো গঠনের সময় আমাদেরকে বিষয়টি মাথায় রাখতে হবে। কে হলো নেতা এটা বড় কথা নয়, আমরা নেতাকে মেনে চলবো এটাই বড় কথা।

আমাদের উদ্দেশ্য হবে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করা। আর এ আদর্শ বাস্তবায়ন করতে হলে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই করতে হবে। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুল ইসলাম খান বাবু। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এসএম সাহেব আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-কৃষি বিষয় সম্পাদক আফসারুর জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারন সম্পাদক শম্ভুজিত মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর হক ডাবলু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আয়েসা সিদ্দিকা,

শেখ এহসান হাবিব‌ নয়ন। সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ মন্ডলের সঞ্চালনায় এসময় ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, শেখ মিরাজ আলী, দিপংকর সরকার দ্বীপ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, ওমর সাকি পলাশসহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনকে নেতৃবৃন্দ। সম্মেলন শেষে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে কারা আসছে এটা ঢাকা কেন্দ্রিয় অফিস থেকে জানানো হবে বলে জানান।