সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান বাবুকে কানাডায় সংবর্ধনা

By daily satkhira

May 24, 2022

প্রেস বিজ্ঞপ্তি :

করোনা সংকটের কালে সাতক্ষীরার দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা, করোনা আক্রান্তদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স -অক্সিজেন সেবাসহ চিকিৎসাসেবায় বিভিন্ন সরঞ্জাম ও সাংগঠনিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ন-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চেয়ারম্যান বাবুর কানাডা সফর উপলক্ষে সোমবার দুপুরে (কানাডা সময়) কানাডার মন্ট্রিয়ালস্থ পার্ক এক্স পার্কভিউ হল প্রাঙ্গনে ক্যুইবেক আওয়ামীলীগের পক্ষ হতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্যুইবেক(কানাডা) আওয়ামী লীগের সভাপতি মুন্সী বশীরের সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক শাহ মোঃ ফায়েকের সঞ্চলনায় সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার বিশিষ্ট আইনজীবী ও এম,কিউ,পির কনভেনর উইলিয়াম স্লোলন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কানাডা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইতেরাদ যুবেরী শেলীম, সাংগঠনিক সম্পাদক মতিন মিয়া।

কানাডার আইনজীবী এ্যাডভোকেট উইলিয়াম স্লোলন বলেন, ‘ আমি অনেক বার বাংলাদেশ ভ্রমন করেছি। যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ছিলেন তখন আমি একজন মানবাধিকার নেতা ও আইনজীবী হিসেবে বাংলাদেশে অবস্থান করে তৎকালিন সরকারের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে শেখ হাসিনার পক্ষ নিয়েছিলাম। দীর্ঘসময় বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সমন্ধে আমার বাস্তব অভিজ্ঞতা আছে। ওই দেশে, দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে রাজনীতি করেন এমন নেতা অতীব স্বল্প। অসংখ্য নেতা-কর্মী তাদের নিজ স্বার্থে অনৈতিক ভাবে অর্থ উপার্জনের অভিপ্রায়ে রাজনীতিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তবে চেয়ারম্যান বাবু সেখানে ভিন্ন।’

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রসঙ্গে বক্তারা বলেন, ‘বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে গড়তে হলে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর মত সৎ ও নিষ্ঠাবান নেতার প্রয়োজন। অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে।’

তারা বলেন, ‘আমরা প্রবাসে অবস্থান কালে দেখেছি উপজেলা চেয়ারম্যান বাবু কীভাবে সাতক্ষীরার মানুষের জন্য কাজ করেছেন। করোনার সংকট কালে হাজার হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছিলেন। করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স- অক্সিজেন সেবা, আক্রান্তদের চিকিৎসা সেবায় উন্নতমানের বেড, হাইফ্লো নেজাল ক্যানোলাসহ বিভিন্ন সরমঞ্জাম দিয়েছেন।’

বক্তারা আরও বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকেই এখনও পর্যন্ত নতুন উদ্যোগ আর নতুন চিন্তা ভাবনায় সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সাতক্ষীরার জনগণের পাশে রয়েছেন চেয়ারম্যান বাবু। আজ পর্যন্ত তার মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। কয়েকবার করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি সম্মুখ যোদ্ধার মতো জীবনের ঝুঁকি নিয়ে নিজেই নেমে পড়েন পথে-ঘাটে। এছাড়া তার সাংগঠনিক কর্মদক্ষতার কারনে তৃণমূলে আওয়ামীলীগ সরকার আজ প্রশংসিত।’

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান বাবু বলেন, ‘করোনার শুরু থেকে এখনো পর্যন্ত যা কিছু করেছি সবই রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী করে যাচ্ছি। নেত্রীর নির্দেশ ছিল, অসহায় সাধারণ মানুষের পাশে থাকার। তাদের পাশেই আছি, সহযোগিতা করে যাচ্ছি।’

প্রবাসে অবস্থানরত বাংলাদেশীদের ধন্যবাদ জানিয়ে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘করোনার সংকটের সময় সবকিছু একার পক্ষে করা কখনো সম্ভব ছিলোনা। প্রবাসে অবস্থানরত আমার বন্ধু, পরিচিতজনসহ শুভাকাঙ্খীরা করোনা সংকটকলে নানাভাবে সহযোগীতা করেছেন। একারনে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ। তাদের উৎসাহ ও সার্বিক সহযোগীতার কারনে সাতক্ষীরার শহর থেকে গ্রাম পর্যায়ের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।’

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্যুইবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধূরী, সহ-সভাপতি এম, এ,কাশেম, আলহাজ্ব মাসুদুর রহমান, সৈয়দ মেহেদী রাসেল, শাহজান ভূঁইয়া, আ,শ,ম, ইসমাইল হোসেন প্রমূখ ।