সাতক্ষীরা

খাল কাটায় অনিয়ম ও উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন

By daily satkhira

May 25, 2022

প্রেস বিজ্ঞপ্তি : খাল কাটায় অনিয়ম ও অবৈধ বিক্রিয়ের প্রতিবাদসহ উচ্ছেদ হওয়া ভূমিহীনদের পূর্নবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ভূমিহীন ঐক্য সমিতির আয়োজনে বুধবার বিকাল ৫টায় বাঁকাল ইসলামপুরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম।

বক্তব্য রাখেন, ইসলামপুর ভূমিহীন ঐক্য সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, জেলার নেতা কওছার আলী, ইউসুফ আলী, সামসুর আলী, মোহাম্মাদ আলী, গফুর, ফজর আলী প্রমুখ।

বক্তারা বলেন, খালের ধারে বসবাসকারী ভূমিহীনদের পরিকল্পিতভাবে উচ্ছেদের উদ্দেশ্যে বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে। অথচ ফাঁকা জায়গায় সঠিকভাবে কাটা হচ্ছে না। এছাড়া খালের মাটি অবৈধভাবে বিক্রয় করা হচ্ছে। এতে বাধা দেওয়ায় গভীর রাতে ভূমিহীনদের বাড়ি বাড়ি গিয়ে খুন জখমসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করা হচ্ছে। বক্তারা অবিলম্বে ভূমিহীনদের পূর্নবাসনসহ নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরআশু হস্তক্ষেপ কামনা করেছেন।