সাতক্ষীরা

আশাশুনি সদর ও শ্রীউলা ইউনিয়নের ঝুকিপূর্ণ বেড়িবাঁধ সংস্কার উদ্বোধন

By daily satkhira

May 26, 2022

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়ায় ও শ্রীউলা ইউনিয়নের পুইজালায় প্রায় ২ কোটি টাকা ব্যায়ে ৩ কিলোমিটার ওয়াবদার বাঁধ সংস্কার কাজের ভার্চুয়ালী উদ্বোধন করেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

শনিবার বেলা ১১টার সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক ডা আ ফ ম রুহুল হক এমপি।

ঝুকিপূর্ণ বেড়িবাঁধ গুলো মেরামত করার জন্য আশাশুনি সদর ইউনিয়নের বলাবাড়িয়াতে জরুরি ভিত্তিতে তিনটি প্যাকেজের মাধ্যমে সর্বমোট ৮৭ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার বেড়ীবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড অনুমোদন দিয়েছেন ও শ্রীউলা ইউনিয়নে পুইজালা মহাশ্মশান থেকে দক্ষিণে দক্ষিণ পুইজালা স্লুইসগেট পর্যন্ত ১ কোটি ১৩ লক্ষ টাকা ব্যায়ে ২ কিলোমিটার বাঁধ সংস্কার কাজের অনুমোদন দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  তোষিকে কাইফু, উপজেলা তাতীলীগের সভাপতি হুমায়ুন কবির রাসেল,

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর সেকশন অফিসার গোলাম রাব্বি হাসান,স্থানীয় ইউপি সদস্য মঙ্গল সরকার, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিকাশ সরকার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিল পলাশ, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন কালু, যুবলীগ নেতা গোলাম মোস্তফা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শাওন,গনমাধ্যম কর্মী আরিফুল ও মোস্তাফিজুর রহমান সহ প্রমুখ।