নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় র্যাব-৬ এর বিশেষ অভিযানে এক ভূয়া সেনাবাহিনীর সদস্য আটক হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৫০ মিনিটের সময় সাতক্ষীরা কলারোয়া থানাধীন হেলাতলা ইউনিয়নের দমদম বাজার এলাকা থেকে আসামীকে আটক করা হয়।
আটকৃত আসামি হলেন আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত সহিদুল সরদার এর ছেলে মো: আব্দুর রহমান (২৬)। র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পহন চাকমা জানান, সাতক্ষীরার কলারোয়া থানার হেলাতলার দামুদাদকাঠী দমদম বাজারের উত্তর পার্শ্বে শ্মশান ঘাট সংলগ্ন শান্ত নীড় বিল্ডিং এর সামনে পাকা রাস্তার উপর থেকে আসামীকে আটক করা হয়।
এ সময় আসামীর কাছ থেকে ০১ টি ভুয়া সেনাবাহিনীর আইডি কার্ড, সেনাবাহিনীর ১ টি ফুল শার্ট ও ১টি প্যান্ট, মোঃ আব্দুর রহমান নামীয় ১টি নেইম প্লেট, ফরমেশন সাইব ১টি, সেনাবাহিনী লেখা নেইম প্লেট ১টি, সোল্ডারব্যাচ ২টি, সেনাবাহিনীর মূল্যবোধ ও চেতনাকার্ড ১টি, পুরাতন সোল্ডার ব্যাগ ১টি, ১ টি মোবাইল ফোন ও ০২ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
জিজ্ঞাসাবাদে আসামী তার কৃতকমের্র কথা স্বীকার করে। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প থেকে আরও জানানো হয়, জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে কলারোয়া থানায় হস্তান্তর করা হবে আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।