সাতক্ষীরা

বিআরডিবি’র দরিদ্র মহিলাদের তিনদিন ব্যাপি মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধন

By daily satkhira

May 29, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দরিদ্র মহিলাদের তিনদিন ব্যাপি মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সাতক্ষীরা সদর বিআরডিবি কার্যালয়ে তিন দিন ব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মো: রাশিদুল ইসলাম।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কর্তৃক বাস্তবায়নাধীন দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো ২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের উন্নত মৎস্য প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়র মো: রাশেদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ জাহাঙ্গীর আলম।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা(ইরেসপো) মৃদুল সরকার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য এ প্রকল্প হাতে নিয়েছেন। পল্লীঅঞ্চলের নারীরা উন্নত মৎস্য চাষ প্রশিক্ষণ পেলে তারা আর্থিকভাবে সাম্বলম্বী হতে পারবে।

এছাড়া গত ২১ মে বিআরডিবি’র ইরেসপো প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের দুটি হাইস্কুল মোট ২০০ জন কিশোরীদের প্রকল্পভুক্ত হয়েছে। প্রকল্পের আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ২০০টাকা জমা দিলে বছর শেষে প্রত্যেক শিক্ষার্থীর হিসাবে ৭২০০ টাকা জমা হবে। বাকী টাকা সরকার দিবে। শিক্ষা জীবন শেষে একটি মোটা অঙ্কের টাকা পাবে। যাতে করে সে পরবর্তীতে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে।