সাতক্ষীরা

আলিপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিকদের পুশ মাছ বিরোধী মতবিনিময়

By daily satkhira

May 29, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১২৭৫) ও ট্রান্সপোট মালিক যৌথ উদ্যােগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১ টার সময় আলিপুর ফিলিং স্টেশন সামনে অত্র শ্রমিক ইউনিয়ন কার্য্যলয়ে জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম রক্ষাতে পুশ মাছ বিরোধী ও প্রশাসন কর্তৃক ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদের নানাভাবে হয়রানির প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা ট্রাক ট্রাক্টর কার্ভাডভ্যান ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যাতিত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন। বক্তারা বলেন , ট্রাক শ্রমিকরা সব সময় সরকারের সহযোগিতা করে আসে। অথচ ট্রাক শ্রমিকরা কোনো মুল্যায়ন পায় না। তেমনি সরকারের কোনো সহযোগিতা পায় না। শ্রমিকরা নিম্ন আয়ে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করে থাকে। অন্যাদিকে বিভিন্ন জেলায় কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা গোপনে পুশ মাছ কসসিটের ভিতরে দিযে তারা ট্রাকে আনলোড করে দেয়। এতে করে সড়কের বিভিন্ন স্থানে ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকরা প্রশাসনের কর্তৃক নানা ভাবে হয়রানি শিকার হচ্ছে। সেইসাথে ভ্রামমান আদালতের মাধ্যমে ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিককে অর্থদন্ড গুনতে হচ্ছে। তাই পুশ মাছ ট্রাকে থাকলে কোনো ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকরা দায়ভার নেবে না। কোনো ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদেরকে হয়রানি না করার জন্য প্রশাসনকে আহবান জানান নেতৃবৃন্দরা। তাছাড়া পুশ মাছ কর্তৃকদেরকে সনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার আহবান জানান নেতৃবৃন্দ। পুশ মাছ কর্তৃকদের কারনে সাতক্ষীরা জেলার চিংড়ি চাষি খ্যাতে সুনাম নষ্ট হয়ে যাচ্ছে । তাই পুশ মাছ কর্তৃকদেরকে আইনের আওতায় আনাসহ ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকদের হয়রানি না করার জন্য প্রশাসনের উদ্ধর্তন কর্তৃকপক্ষ সহ সাতক্ষীরা জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানান মতবিনিময় সভায় ট্রাক শ্রমিক ও ট্রান্সপোট মালিকরা। মতবিনিময় সভায় অন্যনাদের মধ্যে ট্রান্সপোট মালিকরা বক্তব্য রাখেন, মেসার্স সাব্বির ট্রান্সপোট, মেসার্স জনতা ফিস কেবি ট্রান্সপোট, আমিনিয়া ট্রার্সপোর্ট, শ্যামনগর ট্রার্সপোর্ট, বিসমিল্লাহ ট্রার্সপোর্ট, আঁখি ট্রার্সপোর্ট, সততা ট্রার্সপোর্ট, বিএসটি ট্রার্সপোর্ট, ইউএসডি ট্রান্সপোট, ডি বি এস ট্রান্সপোট, জাহাঙ্গীর ট্রান্সপোট, মামুন ট্রান্সপোট, পিয়া ট্রান্সপোট, রবিন ট্রান্সপোটসহ অত্র শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমূখ।