সাতক্ষীরা

সাতক্ষীরায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা

By daily satkhira

May 30, 2022

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর সাব রেজিস্টারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার সাব-রেজিস্টার মশিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেজিস্টার আব্দুল হাফিজ,

সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন,কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্টার মোস্তাাফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তানজিল্লুর রহমান তার বক্তব্যে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইনের খুটিনাটি বিস্তারিত আলোচনা করেন।

বিশেষ অতিথি জেলা রেজিস্টার আব্দুল হাফিজ জাতীয় শুদ্ধাচার কৌশল,পরিকল্পনা ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে বলেন,জমি ক্রেতা-বিক্রেতারা যাতে রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার না হন,

সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারিসহ দলিল লেখকদের আন্তরিক হতে হবে। বিশেষ অতিথি সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন নামজারিসহ ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ও এসংক্রান্ত বিধি-বিধান নিয়ে আলোচনায় বলেন,নামজারিসহ ভূমি অফিসের সকল কার্যক্রম এখন অনলাইনে সম্পাদন হচ্ছে। সুতরাং সেবা পেতে আসা লোকজন সহজেই ভূমি অফিসের সেবা পাচ্ছে।

কালিগঞ্জ উপজেলার উপজেলার সাব-রেজিস্টার মোস্তাাফিজুর রহমান পাওয়ার অব এ্যাটর্নি বিধি-বিধান নিয়ে আলোচনা করেন। এছাড়া সদর উপজেলার সাব-রেজিস্টার মশিউর রহমান বিভিন্ন প্রকার দলিলের প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করেন। তিনঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি পরিমল চন্দ্র বিশ^াসসহ শতাধিক দলিল লেখক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন নাহার।