প্রেস বিজ্ঞপ্তি : বীরমুক্তিযোদ্ধা মো: জালাল উদ্দীন সরদার (প্রাক্তন ডেপুটি কমান্ডার) গত ৭ জুন বুধবার রাত্র ২.৪৫ মিনিটে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান নিজ বাসভবনে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। (ইন্না……রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ২পুত্র, ২কন্যা, বড় পুত্রের ১ কন্যাসহ বহু আত্মীয় সজন রেখে গেছেন। তার গেজেট নং-২৬৬। মরহুমের জানাজার নামাজের পূর্বে তাকে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহীর অফিসারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড-অব-অনার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: মোশারফ হোসেন(মশু), ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আবু বকর সিদ্দিক, সদর থানা কমান্ডার মো: হাসানুজ্জামান, পৌর কাউন্সিলর মো: আব্দুস সেলিমসহ মুক্তিযোদ্ধা ও এলাকার মানুষ উপস্থিত ছিলেন।