সাতক্ষীরা

ত্রিশমাইল মোড়ের মেইন সড়কের বুক উচু-নিচু : দূর্ঘটনার আশঙ্কা

By daily satkhira

June 05, 2022

নিজস্ব প্রতিনিধিঃ সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের নগরঘাটা ত্রিশমাইল মোড়ে রাস্তার উপর পিচ উঠে গিয়ে বড় বড় স্তূপে পরিনত হয়েছে৷ ফলে যে কোন মূহুর্তে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধরনের দূর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা ৷ রাস্তাটি অতিদ্রুত সংস্কার না হলে দূর্ঘটনার কবলে পড়ে ঘটতে পারে প্রাণহানির ঘটনা৷

জানা গেছে, প্রতিদিন এই সড়কে ছোট বড় অসংখ্য যানবাহন যাতায়াত করে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে ৷ বিশেষ করে ভোমরা স্থলবন্দরের মালবোঝায় ভারী যানবাহনগুলো এই সড়ক বয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে দেখা যায় ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বুক ফুলে উচু পিচের সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত প্রাইভেটকারসহ ছোট ছোট গাড়ীর বডিতে জোরে ঘষা লেগে বিকট শব্দ শোনা যায় ৷ যার কারণে সওজের একটু অবহেলায় গাড়ীগুলোর ব্যাপক ক্ষতির সম্মূখিন হতে হচ্ছে ৷

এমতাবস্থায় সড়কের ঝুকিপূর্ণ এই পিচের স্তূপগুলো অতিদ্রুত সংস্কারপূর্বক দূর্ঘটনার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে পথচারীসহ এলাকাবাসী ৷

এবিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন বলেন, আমি দেখেছি, দ্রুত সংস্কার করা হবে।