সাতক্ষীরা

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস পালন

By daily satkhira

June 05, 2022

নিজস্ব প্রতিনিধি : “প্রকৃতিক ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ ২০২২ পালন করা হয়েছে।

রবিবার (০৫জুন) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী-পরিচালক সরদার শরীফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মো.আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদি, সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিলটন প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রসাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ###