নিজস্ব প্রতিনিধি :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সাতক্ষীরা মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের বল ফিল্ড চত্বরের ফলজ বৃক্ষ রোপন করা হয়। সুন্দরবন ফাউন্ডেশন ও কোস্টাল ডিজাস্টার হিউম্যানট্রেনিয়ান নেটওয়ার্ক এর সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচিতে ফলজ চারা রোপন করেন সরদার শরীফুল ইসলাম উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা।
উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন শেখ আফজাল হোসেন নির্বাহী পরিচালক সুন্দরবন ফাউন্ডেশন, সাতক্ষীরা, মোছাঃ শামিমা খাতুন প্রধান শিক্ষক সাতক্ষীরা মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আজিজুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারিমা মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃক্ষরোপন কর্মসূচিতে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। একই সাথে ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন ।