সাতক্ষীরা

১০ টাকা কেজি চাউল বিতরণ উদ্বোধন করলেন এমপি রবি

By Daily Satkhira

September 18, 2016

মাহফিজুল ইসলাম আককাজ: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই স্লোগানকে সামনে রেখে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত-দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য ১০টাকা কেজি দরে চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী বাজারে প্রধান অতিথি হিসেবে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়ের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। বাংলার হতদরিদ্র মানুষদেরকে ১০ টাকা কেজিতে চাউল খাওয়াচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার রেখে যাওয়া অসমাপ্ত সোনার বাংলা গড়তে বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে বিদেশে খাদ্য শষ্য রপ্তানী করছে। খুব শ্রীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। একটি হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাউল পাবে। আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী এলাকার ৫শ’ ৬২ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ চাউল  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম হাফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহারুল ইসলাম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছালেক গাজী, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আসিফ হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, মো. বদিউজ্জামান বাবলু, আহাদ আলী, মামুনার রশিদ,সোহাগসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান। ক্যাপশন:  সদরের ভাঁড়–খালীতে ১০টাকা কেজি দরে চাউল বিতরণ করছেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি।