কলারোয়া

কলারোয়া সীমান্তে পতাকা বৈঠকে স্বামী-স্ত্রী হস্তান্তর!

By Daily Satkhira

June 11, 2017

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় মাদরা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশি নাগরিক স্বামী-স্ত্রীকে হস্তান্তর করলো ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। শনিবার সকালের দিকে উপজেলার মাদরা সীমান্তের মেইন পিলার ১৩/৩ এস ৯ আরবি’র নিকট দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদের বাংলাদেশী বিজিবি’র কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকারী নাগরিক হল স্বামী স্ত্রী খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের শাহাদৎ মোল্লার ছেলে আনিছুর রহমান মোল্যা (৩০) ও তার স্ত্রী মুন্নি বেগম (২২)। মাদরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম জানান, ওই নাগরিক স্বামী স্ত্রী গত কয়েকদিন আগে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিএসএফ তাদের আটক করে মাদরা সীমান্তের বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএস এফের আহবানে সাড়া দিয়ে শনিবার সকালে সীমান্তের ভূখন্ডে দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ বাংলাদেশি নাগরিক স্বামী স্ত্রীকে বিজিবি’র নিকট হস্তান্তর করেন। পরে দুপুরে তাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে মাদরা ক্যাম্পের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম বাদি হয়ে আটকের বিরুদ্ধে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা যায়।