নিজস্ব প্রতিনিধি : “শ্রমজীবি,কর্মজীবি, পেশাজীবি জনগণ এক হও” এ স্লোগানে জাতীয় সরকারের দাবীতে সাতক্ষীরায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার আয়োজন জাতীয় সরকারের দাবীতে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মো. মোসলেম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সানোয়ার হোসেন তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান গদাই, মীর জিল্লুর রহমান, জেলা জেএসডি সদস্য গোবিন্দ ভদ্র, মীর রফিকুল ইসলাম, তকিমুউদ্দিন, আব্দুল জব্বার, বাবলা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমার যেজন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠীর প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলে তাদের কথা তারা বলতে পারবে। তাহলে দেশ এগিয়ে। শ্রমিকদের প্রতিনিধি সংসদে থাকলে তারা তাদের অধিকারের কথা বলতে পারবে। এটি সংসদের বলতে না পারলে কোন কাজে আসবে না। আইন বাস্তবায়নের মাধ্যমে এটি করা সম্ভব। পেশাজীবী শ্রমজীবীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে না পারলে কোন লাভ হবে না। সামাজিক চুক্তির মাধ্যমে বাস্তবায়ন হবে। জনগণের অধিকার এবং তার কর্তৃত্ব দিতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে এটি বাস্তবায়ন হবে। সর্বদলীয় বিপ্লবী ক্ষমতায়ন। আমরা ক্ষমতায় যাবো কখন বলিনি। বিপ্লবী সরকার দরকার। জাতীয় গণতান্ত্রিক দরকার আমাদের লক্ষ্য। আমরা যে গণতন্ত্রের কথা বলেছিলাম সেই গণতন্ত্র এখন নেই। অংশীদারিত্বের গণতন্ত্র হবে আগামী দিনের গণতন্ত্র। এটি জনগণের এবং মানুষের কথা বলবে। জনগনের অধিকার, ক্ষমতা ও কতৃত্ব থাকলে দেশ ও জাতী এগিয়ে যাবে।