রাজনীতি

ড. গোলাপের বইয়ের মোড়ক উন্মোচনে চার মন্ত্রী

By Daily Satkhira

June 11, 2017

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. আবদুস সোবহান গোলাপের ‘মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও বাঙালির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও রেলমন্ত্রী মজিবুল হক। শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযুদ্ধ মিলনায়নে বইটির মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আব্দুস সোবহান গোলাপকে আমি চিনি অনেক দিন ধরে। চাকরি ছাড়ার পরে বিদেশে প্রথম তার সঙ্গে দেখা হয়েছে। পরিচয়ের সূত্র জননেত্রী শেখ হাসিনা। প্রতিবারই তিনি শেখ হাসিনার সঙ্গে বিদেশে যেতেন। কিছুদিন আগে আমাকে প্রধান অতিথি হিসেবে এই বইয়ের মোড়ক উন্মোচনের জন্য আমন্ত্রণ জানায়। বইটি পাওয়ার আগেই আমি তার আমন্ত্রণ গ্রহণ করি।’ বইটি সম্পর্কে মুহিত বলেন, ‘আমি বইটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি। বইটি খুবই তথ্যবহুল। সাতটি চাপ্টারে পাঁচশয়ের বেশি পৃষ্ঠা আছে। বইটি পড়লে বাংলাদেশ সম্পর্কে জানা যাবে।’ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। ধন্যবাদ আবদুস সোবহান গোলাপকে মুক্তিযুদ্ধ নিয়ে এই বই লেখার জন্য্।’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এত ব্যস্ততার মাঝেও আবদুস সোবহান গোলাপ বই লিখেছেন এরজন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি মুক্তিযোদ্ধা আমরা তার বইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও জানতে পারবো। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ নিজের বই সম্পর্কে বলেন, ‘আমি বই লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে। আমার প্রতিটি বই সম্পর্কে তিনি জানেন। আজকের অনুষ্ঠান সম্পর্কেও তিনি জানেন। আমি প্রধানমন্ত্রীকে এ বইটি দিয়েছি। তিনি ভালো বলেছেন।’ লেখক বলেন, ‘বইটি পড়লে বাঙালির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। আমি মুক্তিযোদ্ধা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মুক্তিযুদ্ধ ও বাঙালির ইতিহাস লিখেছি। আমি বিভিন্ন জার্নাল থেকে তথ্য নিয়েছি। আপনারা আমার বইটি পড়বেন বলে আশা করি। এখানে কোনো কিছু ভুল থাকলে পরবর্তী সংস্করণে তা সংস্কার করা হবে।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমেরিটার্স অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।